আন্তজাতিক ডেস্ক :ইরাকের রাজধানী বাগদাদে শিয়াদের লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলায় কমপক্ষে ৫০ ব্যক্তি নিহত হয়েছে। আহত হয় ৬০ জনেরও বেশি। কর্মকর্তাদের বরাতদিয়ে রয়টার্স এ কথা জানায়।কর্মকর্তারা জনান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।মহররমের শোভাযাত্রা চলাকালে হামলা চালানো হয়। বিভিন্ন খবরে বলা হয়, দুপুরে খাবার সময় এক জঙ্গি তার শরীরের সঙ্গে বাঁধা বোমার বিষ্ফোরণ ঘটায় একটি তাবুতে। সে সময় সেখানে বসে বহু শিয়া দুপুরের খাবার খাচ্ছিল।আইএস এক বিবৃতিতে জানায়, বাগদাদের শায়াব এলকায় বহু মানুষের ওপর এই হামলা চালানো হয়।
ইরাকে আত্মঘাতী হামলায় অর্ধশত নিহত

October 15, 2016