স্পোর্টস ডেস্ক: ইমরুল কায়েসের সেঞ্চুরি ও টাইগার বোলারদের আঁটসাঁট বোলিংয়ে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিনম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে টিম টাইগার্স।
বাংলাদেশের জন্য জিম্বাবুয়ে চেনা ও সহজ প্রতিপক্ষ। কারণ একমাত্র জিম্বাবুয়ের বিপক্ষেই সবথেকে বেশি জয় বাংলাদেশের। সহজ প্রতিপক্ষ হলেও এই সিরিজে জিম্বাবুয়েকে সহজভাবে নেয়নি বাংলাদেশ। কারণ পচা শামুকেই পা কাটে টাইগারদের। তাই দলে খুব বেশি পরিবর্তন আনেনি নির্বাচকরা। মোটামুটি শক্তিশালী দল হিসেবেই নেমেছিল টাইগাররা।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। কারণ মিরপুরের পিচে পরে ব্যাট করা থেকে আগে ব্যাট করাই শ্রেয়। সেই মতেই টস জিতে আগে ব্যাট করতেই চাইলেন স্বাগতিক দলের অধিনায়ক। কিন্তু ব্যাটিংয়ে নেমে দলপতির আস্থার প্রতিদান দিতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। শুরু থেকে সাবধানী খেললেও জোড়ায় জোড়ায় সাজঘরে ফিরেছেন টাইগার ব্যাটসম্যানরা। ব্যতিক্রমী ছিলেন ইমরুল কায়েস। মাটি আঁকড়ে ক্রিজে থেকে একের পর এক রান বের করেছেন। দলের কেউই যখন তার সাথে থিতু হতে পারেননি তখন সপ্তম উইকেটে ইমরুলকে সঙ্গ দিলেন সাইফউদ্দিন।