একাত্তরলাইভডেস্ক: বড় পর্দায় নিয়মিত কাজ করে যাচ্ছেন মডেল অভিনেতা ইমন। বর্তমানে তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এবার তিনি ‘পথে পথে যুদ্ধ’ শিরোনামের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের এ সিনেমায় ইমনের বিপরীতে অভিনয় করবেন নবাগত চিত্রনায়িকা অরিন।পরিচালক শিমুল-আকাশের পরিচালনায় এ সিনেমায় ইমন-অরিন ছাড়াও এ সময়ের জনপ্রিয় একজন চিত্রনায়িকার অভিনয় করার কথা রয়েছে। এছাড়াও এতে আরো অভিনয় করবেন মামুনুর রশীদ, অঞ্জলি, কাজী হায়াৎ, মিজু আহমেদ, রাবিনা বৃষ্টিসহ অনেকে। এ প্রসঙ্গে পরিচালক আকাশ বলেন, ‘এ সিনেমার গল্পে- হেমায়েত বাহিনী গঠন, একের পর এক তাদের পরিকল্পনা, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ, পাক হানাদারদের দেশিয় মিত্র আর বিহারি মিত্রদের দালালি আর বিশ্বাসঘাতকতার প্রতিফলন, বীরাঙ্গনাদের সাহসী অংশগ্রহণ ও তাদের ত্যাগ, চরম সংকটকালে ভুল বোঝাবুঝির কারণে হেমায়েত বাহিনীর ভাঙন এবং ফিরে আসা। মুক্তিযুদ্ধ চলাকালে হেমায়েত পরিবারের অংশগ্রহণ, ত্যাগ, দৃঢ় মনোবল এবং সাফল্যের একটি পরিপূর্ণ সত্য ইতিহাস বর্ণনা করা হবে।’সিনেমা প্রসঙ্গে ইমন বলেন, ‘‘কয়েকদিন আগেই ‘পথে পথে যুদ্ধ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাটিতে চমক আছে বলে এখনো কাউকে বলিনি। একসঙ্গে সবাইকে জানাতে চাচ্ছি। সিনেমাটির গল্প দারুণ। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’’সামি কথাচিত্র ও সাইনআপ কমিউনিকেশন’র ব্যানারে এ সিনেমাটি নির্মাণ করা হবে। বাস্তব ইতিহাসের আলোকে কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনা করেছেন বাবু।গত ২৩ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন অডিটোরিয়ামে এ সিনেমার আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়। আগামী মাসে এ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে নির্মাতা সূত্রে জানা যায়।
ইমনের ‘পথে পথে যুদ্ধ’
October 25, 2016