ইতিহাস গড়লেন আজহার

ক্রীড়া ডেস্ক : প্রায় বছর খানেক আগেই ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট দেখেছিল ক্রিকেট বিশ্ব। গত বছরের নভেম্বরে অ্যাডিলেড ওভালে ফ্লাড লাইটের আলোয় গোলাপি বলে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।এবার দিবারাত্রির টেস্টে প্রথম সেঞ্চুরিও দেখল ক্রিকেট বিশ্ব। দিবারাত্রির টেস্টে প্রথম সেঞ্চুরির ইতিহাস গড়েছেন পাকিস্তানের আজহার আলী।দুবাইয়ে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু প্রথম টেস্টের প্রথম দিন শেষে আজহার অপরাজিত ১৪৬ রানে।ব্যক্তিগত ৯৬ রান থেকে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রস্টন চেজকে চার হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন আজহার। ৫০তম টেস্টে এটি তার ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি।পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে প্রথম ৫০ টেস্টে আজহারের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল হানিফ মোহাম্মদ ও ইউনিস খানের, দুজনেরই ১২টি করে। আজহারের সমান ১১টি সেঞ্চুরি আছে মোহাম্মদ ইউসুফের।সেঞ্চুরি করার পথে সামি আসলামের (৯০) সঙ্গে ২১৫ রানের উদ্বোধনী জুটি গড়েন আজহার, যা দুবাইয়ে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও আলভারো পিটারসেন গড়েছিলেন ১৫৩ রানের জুটি।