জাকির হোসেন সুমন , ইতালী : দীর্ঘ চার বছর ধরে ভেনিসের একটি সংস্থা দেয়াল লিখন বা চিকা মারা পরিস্কার করে আসছে । এর ধারা বাহিকতায় ভেনিসের কামপো সানতা আ গসতিন এ মাসসেনি এন্ড নিসিওলেত্বি ও ভেনিস বাংলা স্কুল যৌথ ভাবে চিকা মারা পরিস্কারের কাজে অংশ নেন। মাসসেনি এন্ড নিসওলেত্বি এর দায়িত্বে থাকা কর্মকর্তা আলবেরতো জানান , দীর্ঘ চার বছর যাবৎ এ পরিস্কার পরিচ্ছন্ন কাজ নিজেদের উদ্দ্যগে করে আসছে , এ বসর বাংলাদেশী কমিউনিটির পক্ষে ভেনিস বাংলা স্কুল অংশ গ্রহন করাতে তাদের ধন্যবাদ জানান, এবং আগামীতেও বাংলাদেশিদের নিয়ে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন । উল্লেক্খ যে ভেনিসে শহরে প্রায় দুই শত পন্চাশ টি ব্যবসা প্রতিষ্ঠান এর মালিক বাংলাদেশী রা । ভেনিস বাংলা স্কুলের সভাপতি জানান , আমরা ইতালী য়ান এ সংস্হার সাথে সেচ্ছায় কাজ করছি । যে সকল স্হানে আজে বাজে লিখা বা ছবি আকা আছে দেয়াল ও দোকানের সাটারে আমরা তা মুছে দিয়ে এখান কার সৌন্দয্ ফিরিয়ে আনছি , এতে করে স্হানীয় ইতালীয়ান দের মধ্যে বাংলাদেশী দের নিয়ে প্রশংসা করতে দেখা গেছে । এ সময় ভেনিস বাংলা স্কুলে সাধারন সম্পাদক মিজানুর রহমান , সন্মানিত সদস্য হান্নান মিয়া , সহ সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া ও হেলাল মিয়া সহ অনেকে এ কাজে অংশ নেন ।
—
ইতালী র ভেনিসে পরিচ্ছন্ন অভিযান
