জাকির হোসেন সুমন , ইতালী : জাতীয় বৈশাখী মেলা ও বর্ষবরণ উৎসবের ২য় দিন ছিল গতকাল। সেন্তোসেল্লের মাঠে বাংলাদেশ থেকে আগত এবং স্থানীয় শিল্পিবৃন্দের গানে গানে আর নৃত্যের তালে উপস্থিতিদের মাঝে ছিল ব্যাকুল আনন্দ আর উল্লাস। কেউ যেন সোজা হয়ে দাড়িয়ে থাকতে পারছিলেন না, শিশু কিশোর হতে শরু বড়দেরকেও দেখা যায় আনন্দে নাচতে, যেন গানে গানে তাল ফিরে পেয়েছিলেন সবাই।
প্রবাসের মাটিতে ব্যস্ততম সময় কাটে সবার কিন্তু গতকাল পরিলক্ষিত হয় ব্যতিক্রম, সচরাচর এরকম আনুষ্ঠানিকভাবে জড়ো হয়ে নাচা নাচি হয়ে উঠেনা বাঙ্গালীদের প্রানের উৎসব বৈশাখী মেলা ছাড়া। গতকাল শুরু থেকেই দেখা যায় শিল্পিদের একের পর এক মনমাতানো গান আর নাচ, সবেমেরাজ থাকায় তারাতারি সমাপ্তি টানতে হয় অনুষ্ঠানের। আজ বিকেলে আবার মেতে উঠবে সকলে যথারিতি সময়ে শুরু হবে ৩য় দিনের আনন্দ উল্লাস।
আগামিকাল সরকারী ছুটি থাকায় বেশি লোকের উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলে জানান আয়োজকরা। মেলার ২য় দিনে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকি বাচ্চু, জাতীয় বৈশাখ উদযাপন পরিষদের আহবায়ক অলিউদ্দিন শামীম, সদস্য সচিব জসীম উদ্দিন মজুমদার, প্রধান সম্বনয়কারী আমিনুল ইসলাম ছাড়াও সাধারণ সম্পদক প্রবীন সাংবাদিক ইমদাদুল হক মৃধা, কাজী মনসুর আহমেদ শিপু, হাবিব চৌদুরী, আতিয়ার রসুল কিটন, রাবেয়া শিদকার শান্তা, সানজিদা আহম্মেদ ববিসহ আরো অনেকে।
শারমিন ও আমিনুল ইসলামের উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন ছাড়াও অর্পিতা সিকদার, স্বপ্না দেবী ও সুন্নাসহ ঢাকা থেকে আগত শিল্পীরা সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন। মেলাকে ঘিরে জমে উঠেছে বাঙ্গালীয়ানা খাবার-দাবার ও দেশীয় পোশাকের বেচা কেনার ভিড়, মেলায় অস্থায়ী রেস্টুরেন্টে এবং পোশাকের দুকানগুলোতে বিকেল থেকে পাবলিকের ভিড় দেখা যায় লক্ষনীয়।