ইতালীস্থ দূতাবাসের সংবাদ সংগ্রহে বিরত থাকার সিদ্ধান্ত স্থানীয় সাংবাদিকদের

জাকির হোসেন সুমন , ইতালী : বাংলা প্রেসক্লাব ইতালীর এক জরুরী সভা থেকে ইতালীস্থ দূতাবাসের সংবাদ সংগ্রহের কাজে বিরত থাকার সিন্ধান্ত গ্রহন করেছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ। গত ১৪ই ফেব্রুয়ারী সন্ধ্যায় তরপিনাত্তারা একটি হলরুমে বাংলা প্রেসক্লাব ইতালীর আহ্বানে ইলেক্ট্রিনিকস, প্রিন্ট ও অনলাইনসহ সকল মিডিয়া কর্মিরা অংশগ্রহন করেন।

প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহের কাজে বাধা সৃষ্টি করায় সকল মিডিয়া কর্মিরা সকলের সম্মতিক্রমে এ সিন্ধান্ত গ্রহন করেন। বাংলা প্রেসক্লাব ইতালীর সভাপতি শাওন আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ রাজুর পরিচালনায় বক্তব্য রাখেন এমডি রিয়াজ হোসেন, লাবণ্য চৌধুরী, জমির হোসেন, জাকির হোসেন সুমন, হাসান মাহমুদ, মনিরুজ্জামান মনির, হুমায়ুন কবির প্রমুখ। সকলের বক্তব্যে রোম দূতাবাসের চরম অবহেলার চিত্র স্পষ্ট হওয়া দূতাবাসের যে কোন ধরনের প্রচার প্রচারনা থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহন করেন সাংবাদিকবৃন্দ।