জাকির হোসেন সুমন , ইতালী :ইতালীর বানিজ্যিক রাজধানী মিলানে সন্ত্রাসী হামলার শিকার হলো মাদারপিুর প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী।
গত ১০ মে ভিয়ালে রোমানিয়াতে রাত ১ টায় দোকানে ৩জন সন্ত্রাসী ডুকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে হামলাকারীরা এক মূহুত্বে শিপু ব্যপারীকে ধারালো ছুরি দিয়ে মুখে ও বুকে অাঘাত করে। হামলাকারী পালাতে চেষ্টা করলে একজনকে অাটক করে ফেলে। পরে তাকে ক্যারাবিনিয়ারীদের (বিশেষ পুলিশ) হাতে তুলে দেয়, অারেকজনকে স্থানীয় প্রশাসন অাটক করে সন্ত্রাসী হামলায় এ্যারেষ্ট করে এবং অাহত শিপু ব্যপারীকে হাসপাতালে ভর্তি করে। তবে দু:খজনক হলেও মিলানের বাংলাদেশ কমিউনিটির কোন প্রকার প্রতিবাদ নেই। অবশ্য তারা নিজেদের পদ পদবী নিয়ে ব্যস্ত। অনুরোধ মিলানবাসী সহ ইতালীতে এর তীব্র প্রতিবাদ করার। নয়তো কালকে অামি অাপনি যে কেউ সন্ত্রাসীদের অাক্রমনের শিকার হতে পারি। প্রশাসন কতৃপক্ষকে এ ঘটনার নজরে অানতে এবং স্থানীয় প্রবাসীদের সর্তক করতে সন্ত্রাসী বিরোধী অান্দোলন সময়ের দাবী।
—