জাকির হোসেন সুমন , ইতালী : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাৎ বার্ষিকী উপ লক্ষেইতালীর ভেনিস বিএনপি আলোচনা সভা, দোয়া ও ইফতারির আয়োজন করে । ভেনিসের ভিয়া দানতে হল রুমে আয়োজিত আলোচনা সভায় শহীদ জীয়ার কর্ম জীবন নিয়ে আলোচনা করা হয়। সে সময় বক্তারা এ সফল রাষ্ট্র নায়ক কে নির্মম ভাবে চট্টগ্রাম সার্কিট হাউজে হত্যার তিব্র নিন্দা জানান । ভেনিস বিএনপি র সভাপতি আব্দুল আজিজ সেলিম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শমশের আকবর পলাশ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভেনিস বিএনপি র প্রধান উপদেষ্টা ও সিটিজেন মুভমেন্ট আহবায়ক শামিম দেওয়ান। প্রায় ২ শতাধিক নেতা কর্মী র উপস্হিতি তে এ আলোচনা, দোয়া ও ইফতার আয়োজনে বক্তব্য রাখেন , প্রধান বক্তা ও ভেনিস বিএনপি র সহ সভাপতি মো : আলী হোসেন , অন্যান্য র মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি জব্বার মাঝি , মিশর খান , সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সরদার , সহ সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান প্রমূখ। বক্তারা কিছুদিনের মদ্ধে ভেনিস বিএনপি র পূনাঙ্গ কমিটি গঠন করা হবে বলে ঘোষনা দেন।
ইতালীর ভেনিস বিএনপি র আলোচনা-ইফতার
June 4, 2017