ইতালীর ভেনিসে ওয়াজ মাহফিল

জাকির হোসেন সুমন , ইতালী  :

ভাসমান নগরী  হিসেবে পরিচিত ইতালীর ভেনিস শহরে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন  করা হয়।  গত সনিবার ভিয়া আলেআরদি ১৫৬ মেস্এে  সেনতো সোসালে হল রুমে  ভেনিস জামে মসজিদ ও সর্বস্তরের মুসলমানদের উদ্যােগে  আয়োজিত  এ ওয়াজ মাহফিল এ প্রধান বক্তা হিসেবে বক্তব্য  রাখেন  ইংল্যান্ড এর লুটন ভেরি পার্ক  জামে মসজিদের ইমাম ও খতিব  বিশিষ্ট আলেমে দ্বীন হযরাতুল আল্লাম  হযরত মাওলানা মুফতি মুহা. আব্দুল হান্নান  দা.বা. ,   ভেনিস জামে মসজিদ মেস্এে  র  সভাপতি  মোহাম্মাদ  আলী র সভাপতিত্বে  বিশেষ অতিথি  হিসেবে উপস্হিত থেকে বক্তব্য  রাখেন  ইংল্যান্ড  এর মসজিদের ইমাম ও খতিব হযরত  হাফেজ মাওলানা আব্দুস সাওার  দা.বা. ,  ইতালীর রোম শহরের মসজিদুল আকসা র ইমাম ও খতিব  হযরত মাওলানা রহমতুল্লাহ কাসেমী  দা.বা. ,  ইতালীর ইয়েজলো জামে মদজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা জাকির হোসাইন দা.বা. ।  বক্তৃতারা বলেন ,  ইসলাম শান্তির ধরম্ যুগে যুগে নবী  রাসুল গন ইসলাম প্রচার করেছে এক প্রান্ত হতে অন্য প্রান্তে ,  কষ্ট করেছেন তাদের উপর আঘাত করা হয়েছে  তু্বুও তারা ইসলামের শান্তি প্রতিষ্ঠায় কাজ করে গেছেন আমরা যারা বিদেশে আছি আমাদেরো আখেরাতের জন্য কিছু নিয়ে যেতে হবে।  বক্তা গন ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মিডিয়ার অপপ্রচার  সম্পর্কে সমালোচনা করেন । আ : ছালাম ও আরিফ মাহমুদের  সুন্দর ও সাবলিল উপস্হাপনায়   ও শিশু শিল্পী  মোসাম্মত বুসরা র ইসলামিক সঙ্গীত পরিবেশনার মধ্য  দিয়ে  স্হানীয় দের মধ্যে বক্তব্য  রাখেন মেস্এে জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাওছার ,  মেস্এে পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব  হযরত মাওলানা আ: কাদের ,  হযরত মাওলানা রবিউল আলম ,  মারঘেরা জামে মসজিদের ইমাম ও খতিব  হযরত মাওলানা হাবিবুল ইসলাম ।  সে সময় ভেনিস জামে মসজিদ মেসএে্ সভাপতি মোহাম্মাদ আলী উপস্হিত সকলের জাছে  আর্থিক সহায়তা দাবী  করে ভেনিসে একটি ভবন কিনে মসজিদ নিরমান  করার জন্য ।  পরি শেষে দেশ ও দশের মঙ্গল কামনায় দোয়া করেন প্রধান বক্তা  ।