ইতালীতে ভেনিস বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত

জাকির হোসেন সুমন,  ইতালী :
মহান বিজয় দিবস উপলক্খে ভেনিস বাংলা স্কুলের পক্খ থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার লক্খে সভা করেছে । শনিবার সন্ধ্যায় বাংলা স্কুলের হল  রুমে  আলোচনা করা হয় ।  আলোচনায় আগামী ২৩ ডিসেম্বর  সন্ধ্যা ৬ টায় সালা কলবে,  ভিয়া আলেয়ারদি ১৫৬,  মেসরে তে  অনুষ্ঠানে বিজয় দিবস পালন,  বাংলা স্কুলের নতুন কার্যকরী  কমিটির পরিচিতি,  ইতালীতে অধ্যায়ন রত কৃতি শিক্ষাথীদের পুরস্কার প্রদান,  একজন বিশেষ ব্যক্তিকে এওয়ার্ড  প্রদান,  ধূতাবাস কতৃক পুরস্কার প্রদান  ও সাস্কৃতিক  অনুষ্ঠান সফল করার বিষয়ে  আলোচনা করা হয় ।  এ সময় উপস্হিত ছিলেন  সাবেক স্কুল কমিটির  সৈয়দ কামরুল সারোয়ার,  এম ডি আকতার উদ্দিন, মিজানুর রহমান, হান্নান মিয়া,  সোহেলা আক্তার,  সুরাইয়া আক্তার  মোহাম্মদ সহিদুল,  মোঃ  তাওহিদুর রহমান,  মোঃ  পলাশ,  মোহাম্মদ উল্লাহ সোহেল,  আমির হোসেন,  খায়রুল চৌধুরী,  মোঃ  মজিবুর রহমান,  মোবারক হোসেন  প্রমূখ