ইতালীতে বড় দিন পালিত

জাকির হোসেন সুমন ,  ইতালী :

ইতালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে খ্রীষ্ট ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড় দিন। এ উপলক্ষে খ্রীষ্টানদের তীর্থস্থান পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি সহ সমগ্র ইতালী সেজেছিল বর্নীল সাজে। প্রায় মাস ব্যাপী রং বেরংয়ের আলোর ঝলকানিতে রাতের ইতালীকে চেনাই যেত না। গতকাল ২৫ ডিসেম্বর যীশুখ্রীষ্টের জন্মদিনে আনন্দ উল্লাস আর গীর্জায় গীর্জায় প্রার্থনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যীশুর জন্মদিন পালন করা হয়েছে। তবে অর্থনৈতিক মন্দা এবং ইউরোপে একাধিক সন্ত্রাসী হামলার কারনে ভ্যাটিকান সিটিতে ভক্তবৃন্দের উপস্থিতি ছিল বীগত বছরের তুলনায় খুবই কম। সকালে পোপ ভক্তদের উদ্দেশ্য হাত নেরে শুভেচ্ছা জানান। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা খ্রীষ্ট ধর্মালম্বীরা তাদের এই তীর্থস্থানে দিন পার করেন পরিবার পরিজন নিয়ে। জানা গেছে ,   বিকাল পর্যন্ত কয়েক হাজার লোক মিউজিয়াম এবং ভ্যাটিকান গার্ডেনে প্রবেশের জন্য লাইন দিয়ে ছিল। এ বছর কঠোর নিরাপত্তা চাদরে ঢাকা ছিল ভ্যাটিকান সিটি। সন্দেহজনকে তল্লাসী করতে দেখা গেছে। বড়দিন উপলক্ষে ভীড় কম হওয়ায় বেচাকেনা ছিল না দোকান গুলোতে এমনটাই জানিয়েছে দোকান মালিকরা। টুরিষ্ট কম হওয়ায় টুরিস্ট বাসগুলো ছিল সম্পূর্ণ খালী বললেন বিগ বাসের খলিলুর রহমান লিটন।
এ দিকে বড় দিন উৎযাপন করেছে খ্রীষ্টান মহিলা সমিতি ও ইতালী প্রবাসী ভক্তবৃন্দের ব্যানারে। রোমের তরপিনাতাস্থ একটি হল রুমে দিন ব্যাপী গান বাজনা আর আনন্দ উল্লাস করেন তারা। খ্রীষ্টান মহিলা সমিতির সভানেত্রী রুপালী গোমেজের সভাপতিত্বে সাধারণ সম্পাদিকা লিটা দি সিলভার পরিচালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেন । তারা মিডিয়ার মাধ্যমে বড় দিনের শুভেচ্ছা জানান সকলকে। বিশ্বময় শান্তিতে ভরে উঠুক, বড়দিনে এমনটাই প্রত্যাশা খ্রীষ্টান ধর্মালম্বীদের।