জাকির হোসেন সুমন , ইতালী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফাডের ৪১ তম গভনিং কাউন্সিলে যোগ দিতে ৪ দিনের সফরে ইতালী এলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতালীর আয়োজনে ইফাড ভবনের পাশে বিক্ষোভ প্রদর্শন করে সকাল থেকে দুপুর পর্যন্ত ।
ইতালীর বিভিন্ন শহর ও ইউরোপের ইউকে , জার্মান , বেলজিয়াম, সুইডেন, গ্রীস , স্পেন, সহ বিভিন্ন দেশ হতে আগত বিপুল সংক্ষক নেতাকর্মী হাতে কালো পতাকা, ব্যানার ফেসটুন সহ বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে ।
সে সময় কঠোর নিরাপত্তা বেস্ঠুনির মধ্যে নেতাকর্মী রা বক্তব্য রাখেন।বক্তারা বলেন , বর্তমান সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকল নেতাকর্মী দের বিরুদ্ধে মিথ্যা মামলার রায়ে যত দিন বেগম জিয়া কারাবদ্ধ থাকবে , ততো দিন বিক্ষোভ সমাবেশ চলবে ।
পাশাপাশি তারা বাংলাদেশের গনতন্ত্র ফিরিয়ে আনতে আপোশহীন নেএী বেগম জিয়ারই নেতৃত্বে ও তারেক রহমানের দিক নির্দেশনায় গনতন্ত্রের মুক্তি যোদ্ধা রা দেশে ও প্রবাসে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি নেতা কর্মীরা।
বিক্ষোভ সমাবেশের মাধ্যমে প্রতিবাদ কারীরা মনে করে বাংলাদেশের বর্তমান পরিস্হিতি তুলে ধরতে বিশ্ব নেএীত্ব কে নারা দিতে সক্ষম হয়েছে । এ সময় উপস্হিত ছিলেন , বিএনপি র কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান , ইউকে বিএনপি র সভাপতি এম এ মালেক , সুইডেন বিএনপি র প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহম্মেদ জিন্টু , এছাড়াও উপস্হিত ছিলেন ইতালী বিএনপি র শাহ তাইফুর রহমান ছোটন , আব্দুর রাজ্জাক , খন্দকার নাসির উদ্দিন , ঢালী নাসির উদ্দিন সহ আরো অনেকে ।