জাকির হোসেন সুমন , ইতালী : ইতালীতে আমিও , নামের ভেনিসে একটি সংগঠন মুক্ত আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শন করেছে । ভিয়া পিয়াভে র একটি হল রুমে আয়োজিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্হানীয় সংসদ সদস্য ডেরিয়া মুরার । ইতালীতে আমিও , ভেনিস সংগঠনের প্রধান মারতা বাতিছ তেল্লা র সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ , আফ্রিকা , মরক্কো, ইতালীয়ান সহ কয়েক টি দেশের ভেনিসে বসবাস রত প্রতিনিধি রা । উক্ত আলোচনায় মুল আলোচনা উঠে আসে , ইতালী তে জন্মনেয়া বিভিন্ন দেশের অভিবাসি দের ছেলে , মেয়ে দের নাগরিকত্ব বিষয়। এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য ডেলিয়া মুরার বলেন , ইতালীতে জন্ম গ্রহন কারী রা জন্ম সূএে ইতালীয়ান। ২০১৫ সালে এ আইন টি সংসদে উত্থাপন করা হলে তা প্রথম সাংসদে পাশ হয় , কিন্তু দ্বিতীয় সংসদে এ বিলটি নাকচ করে দেয়া হয়।
চলতি বছরের ১৫ ই জুন আবার এ বিষয় টি সংসদে উত্থাপন করা হবে , আশা করি এবার তা কর্যকরী হবে। উল্লেক্খ যে ইতালীতে সংসদ দুই কক্ষ বিশিষ্ট , কামোয় ও ছেনাতো । এ আইন টি দুই সংসদে পাশ হলে প্রবাসী ছেলে , মেয়ে দের অনেক সমস্যা সমাধান হবে , দেশি বিদেশী ভেদাভেদ কমে যাবে। আমি মনে করি ইতালীতে জন্মনেয়া সকলেই ইতালীয়ান এবং তারাই এই দেশের ভবিষৎ পরিচালক। ইতালীতে আমিও , ভেনিস সংগঠনের প্রধান মারতা বাতিছ তেল্লা বলেন গত বছর ও আমরা আওয়াজ তুলেছি ইতালীতে জন্ম গ্রহন কারী ছেলে মেয়ে দের নাগরিকত্ব দেওয়ার জন্য ।
এটা তাদের জন্মগত অধিকার আদায়ের লক্ষে আমাদের এ আলোচনা ও সংগ্রাম । ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার বলেন , মেইড ইন ইতালী , তা তো হচ্ছে না, জন্ম ইতালীতে বলতে হচ্ছে । পিতা বা মাতার দেশের নাম দিতে হচ্ছে । ছেলে , মেয়ে দের অধিকার এা পযন্ত দেয়া হচ্ছে না। তা না হলে ইন্টেগ্রেশন কি ভাবে হবে । ছেলে, মেয়ে দের নাগরিকত্ব দেয়া হলে চাকুরী , ব্যবসা বানিজ্যে করপ দেশের উন্নয়নে সহায়ক ভুমিকা পালন করবে । এ সময় উপস্হিত ছিলেন।, ভেনিস বাংলা স্কুলের সাধারন সম্পাদক মিজানুর রহমান , রুনু আক্তার , সোহেলা আক্তার বিপ্লবী , সুরাইয়া আক্তার , তাউহিদুর রহমান লিমন , আমির হোসেন সহ বিভিন্ন দেশের প্রতিনিধি সহ বেশ কয়েক জন স্হানীয় সাংবাদিক সহ গ্রুপো দি লাভোরো র কর্ম কর্তা গন।
—