ইতালির মিলানে পবিত্র মে’রাজ উপলক্ষে ওয়াজ মাহফিল

জাকির হোসেন সুমন , ইতালি :
পবিত্র মে’রাজ উপলক্ষে ইতালির মিলানে মিলান কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে “শিক্ষা,গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।
মিলান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুনায়েদ সোবহান এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে তাফসীর পেশ করেন অস্ট্রিয়ার ভিয়েনা থেকে আগত মাওলানা মহিউদ্দিন মাসুম।সংক্ষিপ্ত বয়ান পেশ করেন ইসলামিক ফোরাম মিলান এর সভাপতি মাওলানা জিয়াউল করিম ভূঁইয়া,আবু নাসের বাহার।
প্রধান বক্তা তার আলোচনায় বলেন, ইউরোপের মধ্যে বসবাস করেও ইসলামিক পরিবেশে ইসলামের এমন আলোচনা ও তাফসীর বয়ানের পরিবেশ তৈরী করা খুবই দুরহ ও কাঠিন। তবুও শত কর্ম ব্যস্ততার মাঝে প্রচুর প্রবাসী শরীক হওয়াতে তিনি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন।তিনি পিতা, মাতার প্রতি সন্তানদের দ্বায়িত্বও কর্তব্য,ইউরোপে ইসলামিক নিয়ম মেনে চলা,ইসলামিক দাওয়াত সহ মেরাজের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহ সহ সকল প্রবাসীদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।