ইতালির মিলানে নোয়াখালী সমিতির নির্বাচন সম্পন্ন

জাকির হোসেন সুমন,  ইতালী

ইতালির মিলানে বৃহত্তর নোয়াখালী সমিতির নির্বাচন উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার মিলানের স্থানীয় একটি হলরুমে প্রধান নির্বাচন কমিশনার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু করেন এবং রাত ৮ টায় ভোট গ্রহণ সমাপ্ত করেন। এই বছর মোট ৬১২ জন ভোটার ভোট প্রদান করেন। তারমধ্যে ৮ টি ভোট বাতিল গোষণা করেন নির্বাচন কমিশনার। নির্বাচনে ৭ টি পদে তফসিল ঘোষণা করা হলে ৩ টি পদে একের অধিক কোনো প্রার্থী না থাকার কারণে ৩ টি পদের একক প্রার্থীদের নির্বাচনের পূর্বেই বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী বলে ঘোষণা করা হয়। বাকি ৪ টি পদে রবিবার দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হানিফ পাটুয়ারী। সেই সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সকল সদস্য বৃন্দ।
সভাপতি পদে মীর হোসেন বিপ্লব ১৩ ভোটার ব্যবধানে বিজয়ী হন। তার প্রাপ্ত ভোট ৩০৩ এবং নিকটতম প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন এর প্রাপ্ত ভোট ২৯০। সিনিয়র সহ সভাপতি পদে ইঞ্জিনিয়ার ফিরোজ আলম ৭ ভোটার ব্যবধানে বিজয়ী হন। তার প্রাপ্ত ভোট ৩০০ এবং নিকটতম প্রাথী স্বপন আলম এর প্রাপ্ত ভোট ২৯৩। সাধারণ সম্পাদক পদে আব্দুল কাইয়ুম মামুন ১৭ ভোটার ব্যবধানে বিজয়ী হন। তার প্রাপ্ত ভোট ৩০২ এবং তার নিকটতম প্রার্থী মুর্শেদ আলম এর প্রাপ্ত ভোট ২৮৫। প্রচার সম্পাদক পদে এনামুল হক রিমন ১৩১ বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হন। তার প্রাপ্ত ভোট ৩৬৩ এবং নিকটতম প্রার্থী মাহফুজুর রহমান এর প্রাপ্ত ভোট  ২৩২।
ফলাফল শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচিত প্রার্থীরা পরাজিত প্রার্থীদের এবং নোয়াখালী প্রবাসী সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।