জাকির হোসেন সুমন , ইতালি : সারা বিশ্বের ন্যায় ইতালির মিলানে পয়েলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিশাল র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে।’লাভোরাতোরিও দেল মন্দও উনি তিভি’,বেকারদের কাজ চাই,অবৈধদের বৈধতা চাই র্যালি ও সমাবেশে এই স্লোগানের মধ্য দিয়ে মিলানের পরতা ভেনেজিয়া থেকে শুরু হয়ে সানবাবিলা গিয়ে শেষ হয়। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করেও
মে দিবসের র্যালি তে প্রায় ৫০ টি দেশের প্রবাসীদের অংশগ্রহণ করতে দেখা যায়। র্যালি শেষে পথ সভায়
বক্তব্য রাখেন লত্তা কমোনিস্তার প্রেস সচিব এসতেফানো কোরসেততি।
এছাড়াও ইতালির শ্রমিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা ইতালিয়ান সরকারের নিকট প্রবাসী শ্রমিকদের ন্যায্য আদায় ,কর্মক্ষেত্রে
কাজের নিরাপত্তা,শ্রম আইনের সঠিক ব্যবহার,ইতালিতে প্রবেশকৃত অবৈধদের বৈধতা দিয়ে কর্মসংস্থান বৃদ্ধির জোরালো আবেদন জানান। সমাবেশে অংশ গ্রহণকারী অনেক প্রবাসী শ্রমিকের ন্যায্য দাবি পূরণের আহবান ও শ্রমিক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান।