ইতালির পাদোভায় দুই দিনব্যাপী কনস্যুলার সেবা

জাকির হোসেন সুমন,  ইতালী :
বাংলাদেশ কনস্যুলেট মিলান মানুষের সেবা দিতে মিলানের কনস্যুলেট অফিস ছাড়াও ইতালির নর্দ জোনা গুলোতে ধারাবাহিক ভাবে কনস্যুলার সেবা প্রদান করে যাচ্ছে। তারই অংশ হিসাবে ইতালির পাদোভা শহরে বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টার পাদোভার সার্বিক সহযোগিতায় দুইদিনব্যাপী কনস্যুলার সার্ভিস দেওয়া হয়েছে। কনস্যুলেট মিলানের কনসাল জেনারেল রেজিনা আহমেদ,কনসাল রফিকুল করিম  ও ভাইস কনসাল নাফিসা মনসুর এর তত্ত্বাবধানে এই কনস্যুলার সেবা অনুষ্ঠিত হয়।
স্থানীয় পাদোভা ছাড়াও ভেনিস ,ভিসেন্সা,বোলোনিয়া,ব্রেসিয়া শহরের প্রায় ৫ শতাধিক প্রবাসী এই কনস্যুলার সেবা পেয়েছেন। তার মধ্য ডিজিটাল পাসপোর্ট করেছেন প্রায় একশত পাঁচ জন,নো ভিসা নিয়েছেন প্রায় ৯০ জন এবং বিভিন্ন ধরণের সার্টিফিকেট নিয়েছেন প্রায় ৭০ জন।
প্রবাসীরা কনসুলেটের এমন আয়োজন কে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ ও প্রশংসা  করেন। প্রবাসীরা দাবি রাখেন কনসুলার সার্ভিস যেন বন্ধ করে দেওয়া না হয়। এই সার্ভিসের ফলে প্রবাসী পরিবার এবং দূর দূরান্ত থেকে মিলানে এসে যে কাজ করতে অসুবিধা পুয়াতে হয় তা থেকে মুক্তি পাবেন।
এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ ইসলামিক সেন্টার পাদোভার সভাপতি হুমায়ুন কবির,কাউন্সিলর এন্ড কমিশনার অফ ইমিগ্রেন্ট কমুনে দি পাদোভার সেলিম আহমেদ,পাদোভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদ শেখ,পাদোভা যুবলীগের সভাপতি জালাল আহমেদ,সদস্য রফিকুল ইসলাম,ইসহাক মিয়া,মিলন ও পাদোভা আওয়ামীলীগের সহ সভাপতি হাকিম শিকদার প্রমুখ।