ইউএনও-ওসিকে প্রত্যাহারের নির্দেশ

একাত্তরলাইভডেস্ক: টাঙ্গাইলে স্কুলছাত্র সাব্বির সিকদারকে দেওয়া ভ্রাম্যমাণ আদালতের দুই বছরের সাজা বাতিল করেছেন হাইকোর্ট।একই সঙ্গে এ ঘটনায় সখীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঢাকা বিভাগ থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন আদালত।এ ছাড়া এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।