ক্রীড়া ডেস্ক :দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে আজ ব্যাট হাতে নিজেদের শুরুটা বেশ ভালোই করেছে ইংল্যান্ড। আগের দিন তাদের বিপক্ষে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ২৯৪ রান করেছে বিসিবি একাদশ।রোববার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বিসিবি একাদশ। প্রথম ইনিংসে আব্দুল মজিদের ঝোড়ো সেঞ্চুরিতে ৭৪.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৯৪ রান করে সৌম্য সরকারের দল।এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিয়ে নেমে ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২ রান করে দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। আজ সেখান থেকে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের বেশ ভুগিয়েছেন ইংলিশ ব্যাটসম্যানরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৫০ ওভারে ৫ উইকেটে ২০৬ রান।আজ ইংল্যান্ডের বিপক্ষে ‘লাঞ্চ’ বিরতি পর্যন্ত কোনো সফলতা দেখাতে পারেনি তাসকিন-আল আমিন-এবাদতরা। ধীর সূচনায় বেশ দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৭ ওভারে লাঞ্চের আগেই ৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুই ওপেনার হাসিব হামিদ ও বেন ডাকেট।প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ খেলা বেন ডাকেট ১০২ বলে ১০ চারের সাহায্যে ৬০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। পরে তাকে আর মাঠে নামানো হয়নি। তবে ১৯ বছর বয়সি তরুণ ক্রিকেটার হামিদ ৫৭ রান করে রিটায়ার্ড হার্টে রয়েছেন।আজ ইংলিশ শিবিরে ম্যাচের ৩৬তম ওভারে প্রথম আঘাত হানেন তানভীর হায়দার। তার বলে ব্যক্তিগত ২৪ রান করে নুরুল হাসান সোহানের হাতে ধরা পড়ে মাঠ ছাড়েন ইংলিশ ব্যাটসম্যান জো রুট। এরপর দলীয় ১৩৩ রানের মাথায় ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন ঘটান তানভীরই। তার দ্বিতীয় শিকার হন জনি বেয়ারস্টো (৬)। এরপর দলীয় ১৩৯ রানের মাথায় তৃতীয় উইকেট হিসেবে জস বাটলারকে ফেরান তানভীর।দলীয় ১৮২ রানের সময় ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে বোল্ড করে সাজঘরে পাঠান সুভাশিষ রয়। এরপর দলীয় ২০১ রানে মোসাদ্দেকের শিকার হন মঈন আলী।
ইংল্যান্ডের পঞ্চম উইকেটের পতন

October 17, 2016