একাত্তরলাইভডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যেকোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ এখন অনেক বেশি শক্তিশালী।শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, ‘আওয়ামী লীগ গতানুগতিক কোনো দল নয়। শহীদদের রক্ত, জাতির পিতার রক্ত, হাজারো নেতা-কর্মীর রক্তের অনুভূতি এই আওয়ামী লীগ। আন্দোলন সংগ্রামে যে অনুভূতি সৃষ্টি হয়েছে সেই অনুভূতির নাম আওয়ামী লীগ।’সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ থাকি পৃথিবীর কারো শক্তি নেই আওয়ামী লীগকে ধ্বংস করার। আওয়ামী লীগকে কেউ কোনো দিন নিঃশেষ করতে পারবে না। দেশের কল্যাণের জন্য আওয়ামী লীগের মতো এত ত্যাগ কেউ করেনি। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই।
‘যেকোনো সময়ের চেয়ে আ.লীগ এখন বেশি শক্তিশালী’

October 22, 2016