একাত্তরলাইভডেস্ক: আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর ও উপদপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নবগঠিত কমিটির নির্বাহী সদস্য ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। রোববার দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিলরদের প্রদত্ত ক্ষমতাবলে দুই পদে তাদের মনোনয়ন প্রদান করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপ্লব বড়ুয়া দলের সদ্য ঘোষিত কমিটির কার্যনির্বাহী সদস্য ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সালমান এফ রহমানকে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনয়ন প্রদান করেছেন দলীয় সভাপতি।
আ.লীগের বিজ্ঞান-প্রযুক্তি ও উপদপ্তর সম্পাদকের নাম ঘোষণা
November 6, 2016