আ.লীগের উপদেষ্টা হলেন পল্টু ও বাসেত

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন মোজাফ্ফর হোসেন পল্টু ও অ্যাডভোকেট বাসেত মজুমদার। আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত মতাবলে দলীয় সভাপতি শেখ হাসিনা তাদেরকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

মঙ্গলবার তাদের নিকট উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বারিত মনোনয়নপত্র  প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ৪০ এ। বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন দুইজন যোগ দেবেন বলে জানাগেছে।

আবদুল বাসেত মজুমদার বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। এ দেশের আইন অঙ্গণে এক বিশিষ্ট নাম। ১৯৩৮ সালে কুমিল্লায় জন্ম নেওয়া মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর। পরে এলএলবি ডিগ্রিও নেন এই বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৬৬ সালের ২৮ সেপ্টেম্বর আইন পেশা শুরু করেন তিনি। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি, বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও দুই-দুইবার সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার।

অন্যদিকে ১৯৪১ সালের ৭ অক্টোবর জন্ম নেওয়া মোজাফফর হোসেন পল্টু ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন। প্রবীণ এই রাজনীতিক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে তিনি যুক্ত। বাংলাদেশে শাান্তি পরিষদের সভাপতির হিসেবেও দ্বায়িত্ব পালন করছেন তিনি।