আড়াইহাজারে বজ্রপাতে দুই জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুইটি স্থানে বজ্রপাতে মহিলাসহ দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় উপজেলার মর্দাসাদী ও দুপ্তারা এলাকায় বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার ব্রাক্ষ্মন্দী ইউনিয়নের বড় মনোহরদী এলাকার মৃত আফাজউদ্দিনের ছেলে জামিল মিয়া (৪৫) দুপ্তারা এলাকায় বিলে বরশি দিয়ে মাছ ধরতে যায়। বেলা সাড়ে এগারটার দিকে প্রচন্ড বৃষ্টি হতে থাকে ও ঝড়ো হাওয়া বইতে থাকে।

ঐ সময় উপর বজ্রপাতে জামিল মিয়ার শরির ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দিকে একই সময় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মর্দাসাদী চকে জমি থেকে কাটা ধান আনতে গিয়ে বজ্রপাতে সুবেদা বেগম(৩৫) নামের এক নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নিহত সুবেদা বেগম মরদাসাদী গ্রামের ইসমাইলের স্ত্রী। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বজ্রপাতের ঘটনার পর নিহতদের পরিবার তাদের লাশ নিয়ে যায়।