আড়াইহাজারে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা!

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পায়ুপথে বাতাস ঢুকিয়ে আজাহারুল ইসলাম সুমন (২৮) নামে এক শ্রমিককে হত্যা করা হয়েছে। রোববার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত সুমন স্থানীয় সৎভান্দী ভূঁইয়াপাড়া এলাকার মৃত লিয়াকত ভূঁইয়ার ছেলে। তিনি সৎভান্দি নয়াপাড়া এলাকায় স্থানীয় মুকুল হোসেনের মালিকানাধীন আজিজ প্যাকেজিং লিমিটেড নামে একটি ববিন উৎপাদনকারী প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।

আশঙ্কাজনক অবস্থায় শনিবার রাতে প্রতিষ্ঠানটির কয়েকজন শ্রমিক তাকে উদ্ধার করে রুপগঞ্জের আলরাফি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিষ্ঠানটির সাত শ্রমিককে জিজ্ঞাবাদের জন্য আটক করেছে পুলিশ। খবর পেয়ে জেলা পুলিশের এসপি সার্কেল ‘গ’ অঞ্চল আনিসুর রহমান ও আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শ্রমিকরা জানান, নিহত সুমন মিয়া ওই রাতে ডিউটিতে ছিল। কাজের ফাঁকে সে পাশের একটি বেঞ্চে ঘুমিয়ে পড়ে। এসময় কে বা কারা তার পায়ুপথে মেশিনের মাধ্যমে বাতাস ঢুকিয়ে দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রুপগঞ্জের আলরাফি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, আজিজ প্যাকেজিং নামে একটি ববিন উৎপাদনাকীর প্রতিষ্ঠানে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা সম্ভব হবে।