নিজস্ব প্রতিবেদক: গাজীপুর ও টাঙ্গাইলের পর এবার আশুলিয়ার একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান শুরু করেছে র্যাব। শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে র্যাব-৪ এর একটি দল বসুন্ধরা মাঠ সংলগ্ন এলাকায় এ অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বাড়ি থেকে দুই জঙ্গিকে আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের ইনচার্জ অনুমং।
এদিকে শনিবার বিকেলে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার একটি বাড়িতে যৌথভাবে অভিযান চালিয়েছে আশুলিয়া থানা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ওই বাড়ির মালিকের নাম রানা। বাড়ির পাঁচতলা থেকে সন্দেহভাজন দুই জঙ্গিকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির।
উল্লেখ্য, শনিবার (৮ অক্টোবর) গাজীপুর ও টাঙ্গাইলে পৃথক তিনটি অভিযানে সন্দেহভাজন ১১ জঙ্গি নিহত হয়েছে। এরমধ্যে গাজীপুরের পাতারটেক এলাকার একটি বাড়িতে নিহত হয় সাতজন।