অনলাইন ডেস্ক: হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। শুক্রবার দুপুরে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালের সিনিয়র ম্যানেজার মোতাহার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, হেফাজত আমির আল্লামা শফীর শারীরিক অবস্থা আগের মতই রয়েছে, অপরিবর্তিত। ডাকলে মাঝে মাঝে চোখ মেলে তাকান। শরীরে অনেক হাই-পাওয়ারের ওষুধ চলছে। এজন্য তিনি বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকছেন।
মোতাহার হোসেন বলেন, আল্লামা শফীকে এখনো অক্সিজেন দিতে হচ্ছে। তবে সেটি খুব সামান্য। বেশিরভাগ সময় তিনি নিজে শ্বাস নিতে পারছেন। সুস্থ হতে আরও কয়েকদিন লেগে যাবে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার রাতে আল্লামা শফীর মৃত্যুর গুজবে ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। একইসঙ্গে গুজবে কান না দিয়ে তার জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে বিশেষজ্ঞ প্রফেসর ডা. জাবরুল এসএম হকের নেতৃত্বে আট সদস্যের মেডিকেল টিম গঠন করে আল্লামা শফীর উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা ছাড়া তার আর কোনো রোগ নেই বলে জানিয়েছে এই মেডিকেল টিম।
শারীরিক অবস্থার অবনতি ঘটায় চট্টগ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে গত ৬ জুন হেফাজতে ইসলামের আমির আহমদ শফীকে ঢাকায় আনা হয়।