একাত্তরলাইভডেস্ক: দেশে আরো বড় জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছেন ওবায়দুল কাদের।সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী দমন সরকারের বড় চ্যালেঞ্জ মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গি দমন নিয়ে এই মুহূর্তে আত্মতৃপ্তির কোনো কারণ নেই।তিনি বলেন, ‘গুলশান, শোলাকিয়ার হামলার পর জঙ্গি দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সফল অভিযানের পর বাংলাদেশ থেকে টেররিস্টরা বিদায় নিয়েছে, এমন মনে করার কোনো কারণ নেই। জঙ্গিদের হঠাৎ নীরবতা দেশে আরো বড় হামলার আশঙ্কা তৈরি করছে।’রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্র বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘উন্নয়ন ও সমসাময়িক রাজনীতি’ শীর্ষক সংলাপে ‘সরকারের এই মুহূর্তের চ্যালেঞ্জ কি?’ এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।মন্ত্রী বলেন, ‘জঙ্গিরা এখন নীরবতা পালন করছে। আমি মনে করি, তারা তলে তলে আরো বড় হামলার প্রস্তুতি নিচ্ছে।’আওয়ামী লীগের নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা জানি নীরবতার মাধ্যমে ঝড় আসে। এই অবস্থায় দেশে হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। দলকে গোছানোর পাশাপাশি সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী দমন করা এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।’ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীকে দমন করতে চাই। জঙ্গিবাদ বিষয়ে কোনো আপোস নেই।’
আরো বড় জঙ্গি হামলার আশঙ্কা কাদেরের
October 30, 2016