আমি আপনাদের সুখ-দুঃখের অংশীদার হতে চাই : শাহ্ ফয়েজ উল্লাহ ফয়েজ

নারায়ণগঞ্জসংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড চাষাড়া রবিদাস পাড়া এলাকায় শাড়ি বিতরন করা হয়েছে। শুক্রবার সকালে শ্যামা মায়ের পূজা উপলক্ষে শাহ্ ফয়েজ উল্লাহ ফয়েজের উদ্যোগে এই শাড়ি বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণ রবিদাস, উত্তম কুমার সোম, সাইফুল্লাহ আলম বিপ্লব, আরিফুল হক কাজল, নারায়ণগঞ্জ প্রেস মালিক সমিতির সভাপতি ওয়াহিদ সাদাত বাবু, ইসমাঈল হোসেন টিটু, আশিকুর রহমান রানা, যুবদল নেতা জুলহাস, কার্তিক, শ্যামল, সুমন রবিদাস, রাজন রবিদাস, দর্পন রবিদাস, মুন্না রবিদাস জীবন রবিদাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।শাড়ি বিতরণকালে এলাকাবাসীর উদ্দেশ্য শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ বলেন, আমি আপনাদের সুখ-দুঃখের অংশীদার হতে চাই। আর অংশীদার হতে হলে একটি মাধ্যমের প্রয়োজন হয়। আগামী সিটি কর্পোরেশনের নির্বাচনে আপনারা যদি আমাকে কাউন্সিলর হিসেবে যোগ্য মনে করেন তাহলে আমাকে নির্বাচিত করে সেই মাধ্যমটি করে দিবেন। আমি আপনাদের ড্রেনেজ ব্যবস্থা ও বিদ্যুৎ সমস্যার সমাধান করে দিব। এছাড়া যে কোন প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি আপনাদের ডাকে সাড়া দিব। আমি কাউকে খারাপ বলবো না, ভাল মন্দ বিবেচনার করার দায়িত্ব আপনাদের। আমি মাদককে প্রশ্রয় দেই না, আমার আশেপাশে যারা থাকে তারা সবাই মাদকমুক্ত। আমি আপনাদের সবাইকে নিয়ে একটি মাদকমুক্ত সমাজ গঠন করতে চাই। আমি আশাবাদী আপনারা আমাকে সেই সুযোগটি করে দিবেন।