নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর জন্য দুটি শাড়ি বানিয়েছেন দলের আলোচিত নেতা শামীম ওসমান। তিনি চান, এই শাড়ি পড়েই আইভী নির্বাচনী প্রচারে নামুক। তিনি বলেন, শামীম ওসমান বলেন, ‘শামীম ওসমান আইভীর বড় ভাই। এই নৌকার বৈঠা আমাদের কাছেও আছে।
শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি একটি শাড়ি দেখানওজানান, তার আশা এই শাড়ি পরে নিবাচনীয় প্রচারে নামবেন আইভী। সাদা রঙের ওই তাঁতের শাড়ি পাড় লাল-সবুজের। আর জমিনে সুতায় কাজ করা নৌকার প্রতিকৃতি রয়েছে।
আইভীর সঙ্গে শামীম ওসমানের বিরোধ দীর্ঘ দিনের। নানা সময় দুই জন একে অন্যকে আক্রমণ করে কথা বলেছেন। কেবল একে অন্যের সমালোচনা করেছেন-তা নয়, পূর্বপুরুষদেরকেও নানা সময় আক্রমণ করে কথা বলেছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী নিয়ে দলের মধ্যে কোনো বিভেদ নেই বলে জানিয়েছেন মহানগরে আওয়ামী লীগের আলোচিত নেতা শামীম ওসমান। বিকালে নগরে সংবাদ সম্মেলনে তিনি আইভীর সঙ্গে তার কোনো ধরনের বিভেদ উড়িয়ে দেন।
আইভীর সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে তিনি বলেন, ‘এক পরিবারের তিনটা ভাই থাকলেও তো দ্বন্দ্ব, বিভেদ হয়। শেখ হাসিনার পরিবার তো ছোট্ট পরিবার না। দুই কোটি কর্মীর পরিবার হচ্ছে শেখ হাসিনার পরিবার। এখানে তো ঝগড়া ঝাটি, খারাপ কথা বলা, রাগ করা, অভিমান করা-হতেই পারে। তবে আমরা ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহৎ স্বার্থ ত্যাগ করবো না।’
শামীম ওসমান এরপর আবার বলেন, ‘আইভীর প্রতি আমার রাগ, দুঃখ কিছু নাই। বিকজ শি ইনজমাই ইয়ংগার সিস্টার। তার চেয়েও বড় কথা হচ্ছে আমার শেখ হাসিনা, আমার নেত্রী, আমার আদর্শ, আমার মা যে নির্দেশ দিয়েছেন, এর বাইরে কোনো চিন্তার অবকাশ ছিল না, আজও নাই মৃত্যুর আগ পর্যন্ত থাকবে না।’
শামীম ওসমান বলেন, ‘এই শাড়ি দুটো আমি আমার বোনকে (আইভী) দিব। আমি তো নির্বাচনের প্রচারে নামতে পারবো না। বোন এই শাড়ি পরে প্রচারে নামবে। আর মনে হবে ভাই তাঁর পাশে আছে।’আইভী বরাবর সুতির শাড়ি পড়তে পছন্দ করেন। আর সাদা রঙের শাড়ির প্রতিও আইভীর বিশেষ দুর্বলতা রয়েছে। শামীম আশা করেন তার এই উপহার পছন্দ হবে আইভীর।
মনোনয়ন পাওয়ার পর আইভী ও শামীমকে গণভবনে ডেকে নিয়ে এক হয়ে প্রচারে নামার নির্দেশ দেন শেখ হাসিনা। কিন্তু এখন পর্যন্ত দুই পক্ষ নারায়ণগঞ্জে এক হয়ে প্রচারে নামেনি। এ নিয়েই সংবাদ সম্মেলন করেন শামীম ওসমান। বলেন, আগামীকাল (শনিবার) থেকে সবাই একসঙ্গে নামবে প্রচারে।
এই শাড়ি ছাড়া আইভীর জন্য আর কোনো সারপ্রাইজ আছে কি না- জানতে চাইলে শামীম ওসমান বলেন, ‘আর একটা সারপ্রাইজ হচ্ছে ওর বিজয় সুনিশ্চিত করা। এটা সারপ্রাইজ না এটা কনফার্ম।’
শামীম ওসমানের এই উপহারের বিষয়ে অবশ্য আইভীর মন্তব্য পাওয়া যায়নি। ফোন করা হলে নির্বাচনী প্রচারের ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন তিনি।