আমিরের থুতুতে এক নম্বর নায়িকা

বিনোদন ডেস্ক : শুটিং সেটে অভিনেত্রীদের সঙ্গে আমির খানযে দুষ্টুমি করেন বিষয়টি প্রায় সবার জানা। দুষ্টুমি করার জন্য ১৯৯০ সালে দিল সিনেমার সেটে হকিস্টিক নিয়ে এ অভিনেতাকে তাড়া করেছিলেন মাধুরী দীক্ষিত।সম্প্রতি ১৮তম মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে শুটিং সেটে আমিরের এমন এক দুষ্টুমির অভিজ্ঞতা জানান ফারাহ খান।ফেস্টিভ্যালে জো জিতা ওহি সিকান্দার পুনর্মিলনীতে উপস্থিত হয়েছিলেন সিনেমাটির কলাকুশলীরা। সেখানে ফারাহ বলেন, ‘আমির শুটিং সেটে বরাবরই দুষ্টুমি করেন। বিশেষ করে একটি দুষ্টুমির কথা না বললেই নয়। তা হলো, আমির সেটে নায়িকাদের হাত দেখতে চান। নায়িকারা উৎসাহ নিয়ে ভাগ্য গণনার আশায় তার দিকে হাত বাড়িয়ে দিলে তিনি হাতে থুতু ছিটিয়ে দেন।’এ সময় আমির পাশে বসে মুচকি হাসছিলেন। ফারাহ খানের বক্তব্যের পর আমির মজা করে বলেন, ‘আমি যে নায়িকার হাতে থুতু দিয়েছি সেই এক নম্বর হয়ে গেছে।’অনুষ্ঠান স্থলে ছিলেন অভিনেত্রী পূজা বেদি। তিনি এ মজায় যোগ দিয়ে বলেন, ‘আমি আমার মেয়ে আলিয়াকে বলেছিলাম, ‘তোমার আমির আঙ্কেলের কাছে যাও তিনি তোমার হাতে থুতু দিবেন।’আমির খান শেষ পর্যন্ত আলিয়া ভাটের হাতে থুতু দিয়েছিলেন কি না তা অবশ্য জানা যায়নি।