আমাদের দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার রাজশাহী

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : রাজশাহী বিভাগী কমিশনার মোঃ আব্দুল হান্নান বলেছেন, আমরা নিজ নিজ অবস্থান থেকে দায়বদ্ধতা নিয়ে কাজ করলেই ভবিষ্যত প্রজন্ম ভাল একটি দেশ তথা সুন্দর পৃথিবী পাবে। আমাদের কাজের মূল লক্ষ্য হচ্ছে আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেয়া। আর এই কাজটির প্রতি সরকারী সকল কর্মকর্তাদের দায়বদ্ধতা রয়েছে।
শনিবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাইঝাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, মাইঝাইল কমিউনিটি ক্লিনিকের চিকিৎসাসেবা কার্যক্রম, রাজাপুর ইউনিয়ন পরিষদ ও বেলকুচি উপজেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাল্যবিয়ে, ইভটিজিংসহ সামাজিক অবক্ষয় রোধে সকলকেই এগিয়ে আসতে হবে। প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। জন্ম নিবন্ধন না হলে তারা অনেক কিছু থেকে বি ত হবে। শিশুদের যথাসময়ে বিদ্যালয়ে ভর্তি করতে হবে।
এ সময় তিনি ইউনিয়ন পরিষদের স্থানীয় কমিটিগুলোকে সক্রিয় করা এবং দাতা সংস্থা ইউনিসেফের কর্মকান্ডকে আরো গতিশীল করার আহবান জানান।
এছাড়া অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর শামছুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মঞ্জুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহীন আহম্মেদ, বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসান, বেলকুচি পৌর মেয়র বেগম আশানূর বিশ্বাস, ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।