নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি কর্পোরেশনের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেন তবে শামীম ওসমান ও তার সমর্থকরা মাঠে থাকবেন। মসদাইরের বালুর মাঠে বিশাল সমাবেশে সাংসদ শামীম ওসমান তার বক্তব্য রাখার সময় এ কথা বলেছেন। বিগত সময় শামীম ওসমান ও তার সমর্থকরা বলেছিলেন আনোয়ার হোসেনই নৌকা পাবেন। কিন্তু এ সমাবেশে শামীম ওসমান কোথাও এ কথা উচ্চারন করেননি। শামীম ওসমান এখন শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন। দলীয় প্রধান সিটি নির্বাচনে নারায়ণগঞ্জে যাকে নৌকা প্রতীক দিবেন তার জন্যই কাজ করতে হবে এমন মনোভাব প্রকাশ করায় আনোয়ার সমর্থকরা সমাবেশ থেকে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইভীর জনপ্রিয়তায় ও দলীয় গ্রহন যোগ্যতার জোয়ারে আনোয়ার হোসেন সেখানে কচুরি পানা।
আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে ওসমানী আউটার স্টেডিয়ামের বালুর মাঠে মহানগর আওয়ামীলীগ আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এক জনসভায় এসব কথা বলেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর সমালোচনা করে তিনি বলেন, আইভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে। সে দেশ ও দলের বিরুদ্ধে কথা বলেছে। আওয়ামীলীগ ও শেখ হাসিনার মন জয় করতে হলে অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে। আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় তাহলে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার পক্ষে কাজ করতে হবে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল, জেলা আইনজীবি সমিতির সভাপতি আনিসুর রহমান দীপু, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল। এছাড়া উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ এডভোকেট হোসনে আরা বাবলি, রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী।