‘আনু মুহাম্মদের বিএনপির সমর্থন গ্রহণ করা উচিত’

একাত্তরলাইভডেস্ক: রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আন্দোলনে বিএনপি যে সমর্থন দিয়েছে, তা গ্রহণ করা উচিত বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার বিকেলে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘বিচ্ছিন্নভাবে আন্দোলন করে কিছু হবে না। এই আন্দোলনে আগে খুলনা অঞ্চলের মানুষ এবং সারাদেশের মানুষকে সম্পৃক্ত করতে হবে।‘রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিরোধিতা করে গড়ে ওটা আন্দোলনে বিএনপি সমর্থন দিয়েছে। আনু মুহাম্মদের (তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব) উচিত সেই সমর্থন গ্রহণ করা। বিএনপিসহ দেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সম্পৃক্ত করা।’