আত্মসমর্পণকারী দুই নারী ডিবি কার্যালয়ে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় হাজিক্যাম্পের কাছে তিনতলা একটি বাড়ি থেকে আত্মসমর্পণকারী দুই নারীর মধ্যে একজন মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত নব্য জেএমবির সামরিক শাখার কমান্ডার সাবেক মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শিলা ও অন্যজন পলাতক জঙ্গিনেতা মুসার স্ত্রী তৃষ্ণা। তাদের এখন ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
শনিবার ভোর বেলা থেকে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি) ওই বাড়িটি ঘিরে রাখে। আত্মসমর্পণকারী দুই নারী তাদের সন্তানসহ আত্মসমর্পণ করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের জানান, ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) কার্যালয়ে আত্মসমর্পণকারী দুই নারীকে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
ঘটনাস্থলের আশপাশে বিপুলসংখ্যক র‌্যাব-পুলিশ, ডিবি, সিটি, সোয়াট ও ফায়ার সার্ভিসের সদস্যরা সতর্কাবস্থানে রয়েছে।
সিটি সূত্রে জানা যায়, জঙ্গি আস্তানায় বিস্ফোরক ও অস্ত্র রয়েছে। ১৪ বছরের এক কিশোর শরীরে গ্রেনেড বেঁধে পুলিশকে প্রতিরোধ করার হুমকি দিচ্ছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবাইকে জীবিত ধরতে চাচ্ছে। সোয়াটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সংস্থাগুলোর সহায়তায় অভিযান পরিচালনা করা হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও সিটি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ওই ভবনে নব্য জেএমবির দায়িত্বশীল এক নেতাসহ একটি জঙ্গি আস্তানা রয়েছে। তাদের কাছে শক্তিশালী গ্রেনেড বোমা রয়েছে। তাই আশপাশের এলাকার বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং ভবনটি ঘিরে রাখা হয়েছে।
তিনি বলেন, তিন তলা ওই ভবনের নারী ও শিশুসহ সকল আবাসিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। পুরো ভবন এলাকা ঘিরে রেখেছে পুলিশ। যে কোনো সময় অভিযান চালানো হতে পারে।