নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পূর্ব আশকোনার ৫০ সূর্য ভিলার ‘জঙ্গি আস্তানায়’ আত্মঘাতী বোমায় নিহত নারীর নাম শাকিরা। তার স্বামী মারা যাওয়ার পর জেএমবির সদস্য রাশেদুর রহমান ওরফে সুমনের সঙ্গে তার বিয়ে হয়। সুমনও কিছুদিন আগে গ্রেফতার হয়ে জেলে রয়েছে। এখন তার আর কোনও আশ্রয় থাকবে না বলেই সে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেয়। শাকিরার বাড়ি ভোলায়।
বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
একই সংবাদ সম্মেলনে মিরপুর এলাকা থেকে জেএমবির সন্দেহভাজন পাঁচ সদস্যকে আটকের তথ্যও জানান মনিরুল।
তিনি জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মিরপুরের দারুস সালাম এলাকা থেকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট তাদের আটক করে। গ্রেফতাকৃতরা হলেন- মো. রিয়াজ ওরফে ইঞ্জিনিয়ার ওরফে রাকিব, মো. আবু বিন সাঈম ওরফে বাপ্পী ওরফে অপু, কাজী আব্দুল্লাহ আল ওসমান ওরফে আহসান, মো. সোহাগ ওরফে চেয়ারম্যান এবং মো. মামুন ওরফে হিমেল।
মনিরুল ইসলাম বলেন, পুরাতন জেএমবির এই সদস্যদের কাছ থেকে ৩০ কেজি বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম এবং উগ্রপন্থি বই উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নেতা রিয়াজ।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পুরাতন জেএমবির রাজশাহী অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা জিয়া, হায়দার এবং শহীদুল্লাহর নির্দেশে তারা থার্টি ফার্স্ট নাইটে নাশকতা চালানোর পরিকল্পনা করছিল।