নিজস্ব প্রতিবেদক
গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
শনিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানে এই কর্মসূচির ঘোষণা দেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘এই তল্লাশি কাপুরুষোচিত, অন্যায় ও আওয়ামী লীগ সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ। এহেন ঘটনার আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘৃণ্য দৃষ্টান্তের প্রতিবাদে বিএনপি রবিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।’
এর আগে জাতীয়তাবাদী যুবদলও রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন।