আজ নরসিংদী প্রেস ক্লাবে পিইউবি’র সাংবাদিক সম্মেলন

আসাদুল হক পলাশ, নরসিংদী : অবশেষে ২৪ লাখ মানুষের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে নরসিংদীতে প্রতিষ্ঠিত হচ্ছে কাঙ্খিত বিশ্ববিদ্যালয়। নির্বাচনী ওয়াদা হিসেবে শিবপুরের এমপি সিরাজুল ইসলাম মোল্লা তার নিজস্ব মালিকানাধীন ‘দি পিপল্স ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র (পিইউবি) স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করছেন শিবপুরে।

স্থান হিসেবে বেছে নিয়েছেন নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শিবপুরের পাহাড়িয়া এলাকার সৃষ্টিগড় গ্রামকে। আগামী সেপ্টেম্বর মাস থেকে পিইউবি’র এই স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে আজ রবিবার সকাল ১১ টায় নরসিংদী প্রেস ক্লাবে অনুষ্ঠিতব্য এক সাংবাদিক সম্মেলনে পিইউবি’র অতীত সাফল্যগাঁথাসহ সার্বিক অবস্থা বিবৃত করবেন পিইউবি’র বোর্ড অব স্টাডিজ’র সভাপতি এমপি সিরাজুল ইসলাম মোল্লা।

বক্তৃতা করবেন বোর্ড অব স্টাডিজ’র সদস্য সচিব প্রফেসর ড. শামীমা মান্নান শাহেদ। ড. শামীমা মান্নান শাহেদ স্বাক্ষরিত এক দাওয়াত পত্রে এই তথ্য জানানো হয়েছে। তবে সর্বোচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের এই দাওয়াতপত্রে কিছু অসংগতি নিয়ে স্থানীয় শিক্ষাবিদ ও সাংবাদিক মহলে বিভিন্নমুখী প্রশ্নের উদ্রোক করেছে। আলোচনা ও সমালোচনা চলছে দাওয়াতপত্রের শব্দ বিন্যাস ও বাক্য বিন্যাস নিয়ে।

একজন শিক্ষাবিদ বলেছেন, দাওয়াতপত্রের দাওয়াত অংশে ১৯টি লাইনে ১৫৫টি শব্দ ব্যবহার করা হয়েছে। এই লাইন ও শব্দ সংখ্যা আধুনিক দাওয়াতপত্রের ক্ষেত্রে অতিরিক্ত। একটি বাক্যে উল্লেখ করা হয়েছে ‘এই লক্ষ্যে আসছে আগামী ২১ মে ২০১৭ তারিখ সকাল ১১ টায় নরসিংদী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলা পন্ডিতদের মতে ‘আসছে’ এবং ‘আগামী’ এ দুটি শব্দই সমার্থক। দুটি সমার্থক শব্দ পাশাপাশি ব্যবহার ব্যাকরণগতভাবে ভূল। তাছাড়া আসছে আগামী শব্দ দুটি বেশী বেশী উচ্চারিত হয় প্রচারক মাইকম্যানদের মুখে। তারা মাইকযোগে কোন অনুষ্ঠানের প্রচারনা চালালে ‘আসছে ও আগামী’ শব্দ দুটি বলে থাকে।

এ শব্দ দুটি একটি বিশ্ববিদ্যালয়ের দাওয়াতপত্রের মান নিয়ে প্রশ্ন তুলেছে। দাওয়াতপত্রে মূল ক্যাম্পাসের আদ্যপান্ত ঠিকানা উল্লেখ করা সমীচিন বলে মনে করছেন না অনেকে। এতে বাক্যের মান ক্ষুন্ন হয়েছে। দাওয়াতপত্রে মৌজার কথা উল্লেখ করা হয়েছে। এখানে উল্লেখ করার দরকার ছিল গ্রামের নাম। এছাড়াও দৃষ্টি কটু অনেক কিছু রয়েছে দাওয়াতপত্রটিতে। দাওয়াতপত্রের মেকআপ-গেটআপ যথেষ্ঠ মানসম্পন্ন হয়েছে বলে বলার সুযোগ নেই।