একাত্তরলাইভডেস্ক:রাজধানীর আজিমপুরে একটি বাসার দ্বিতীয় তলায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযানকালে আটক তিন নারী ‘জঙ্গি’কে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে শনিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে কাউন্টার টেররিজমের এসপি আহসানউল্লাহর নেতৃত্বে একটি টিম তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যান।এরা হলেন-শারমিন, শায়লা ও জেবুন্নাহার শিলা।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাজুয়ালটির আবাসিক চিকিৎসক জেসমিন নাহার জানান, শারমিনের শরীরে গুলি এবং শায়লা ও জেবুন্নাহারের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। তাদের অবস্থা ভালো হয়ে যাওয়ায় দুপুর ১২টায় তাদের ছাড়পত্র দেওয়া হয়।১০ সেপ্টেম্বর পুরান ঢাকার আজিমপুরে বিজিবি ২ নম্বর গেটের সামনে একটি বাসার দ্বিতীয় তলায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ ও জঙ্গির মধ্যে গোলাগুলির ঘটনায় এক জঙ্গি নিহত এবং পুলিশের ৫ সদস্য আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় ৩ নারী জঙ্গিকে আটক করে পুলিশ।পরে তাদেরকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
আজিমপুরে আটক তিন নারী ‘জঙ্গি’ ডিবি কার্যালয়ে

October 8, 2016