একাত্তরলাইভ ডেস্ক : ‘আজান’ নিয়ে মন্তব্য করে বেশ হৈ চৈ তুলেছেন ভারতীয় গায়ক সোনু নিগম। ১৭ এপ্রিল এ বিষয়ে তিনি পরপর কয়েকটি টুইট করেন। একটিতে জানান, প্রতিদিন ভোরে আজানের কর্কশ শব্দের কারণে ঘুম ভেঙে যায়। এ জন্য তিনি বিরক্ত হন।
সোনুর এমন মন্তব্যের কারণে শুরু হয়েছে বিতর্ক। তার বিপক্ষে অবস্থান নিয়েছেন ভক্ত ও বলিউডের অনেক সেলিব্রিটি। এ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক পিন্টু ঘোষ।
চিরকুট ব্যান্ডের প্রাক্তন এই সদস্য ফেসবুকে লেখেন, “সব গানে কান্নাকাটি করা ‘সোনু নিগম’ এর গান আমার (ব্যক্তিগত) কোনোদিনও ভাল লাগে নাই, কই কোনোদিন বলি নাই! সম্মান করতাম, কিন্তু আজ তাও হারালেন, গো টু হেল।”