আগৈলঝাড়া প্রতিনিধিঃ বাংলা সাহিত্যের অমর কবি, মধ্যযুগের মনসা মঙ্গল কাব্যর রচয়িতা কবি বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত ৫শ ২৪ বছরের পুরোনো আগৈলঝাড়ার গৈলা গ্রামে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মনসা মন্দির পরিদর্শন করেছেন হাই কোর্টের বিচারপতি ভীস্মদেব চক্রবর্তী। বিচারপতির সহধর্মিনী নিলিমা ভট্টাচার্য্যকে নিয়ে বৃহস্পতিবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে বিজয়গুপ্ত মনসা মন্দির পরিদর্শণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের উপ-সম্পাদক ও মনসা মন্দির উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা অজয় দাশ গুপ্ত, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার, মনসা মন্দির সংরক্ষন ও উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক ফনি ভূষণ কর্মকার প্রমুখ। মন্দির আঙ্গিনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বিচারপতি ভীস্মদেব চক্রবর্তী মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অবগত হয়ে মনসা মন্দিরের পরিদর্শন বইতে তাঁর মন্তব্য লেখেন।
আগৈলঝাড়া মনসা মন্দির পরিদর্শণে বিচারপতি ভীস্মদেব চক্রবর্তী
October 19, 2018