আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় জমি চাষ দেয়াকে কেন্দ্র করে দু গ্র“পের মধ্যে সংঘর্ঘে ৬ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত ৬ জনকেই উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বিভূতি বাগচী ট্রাক্টর দিয়ে জমি চাষ দেয়ার সময় অন্য ট্রাক্টরের মালিক স্থানীয় কৃষ্ণ কান্ত বৈদ্য তার ট্রাক্টর দিয়ে বিভূতিকে জমি চাষ করতে বলেন। বিভূতি কৃষ্ণ কান্তর ট্রাক্টর দিয়ে চাষ করাবেন না জানালে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায় কৃষ্ণ কান্তের নেতৃত্বে ৪-৫ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বিভূতি বাগচী, বিবেক বাগচী, উজ্জল বাগচী ও বিপ্লব বাগচীকে আহত করেছে। সংঘর্ষের সময় কৃষ্ণ কান্তর পক্ষেরও ২জন আহত হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত উভয় পক্ষের ৬জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের এসআই মো. হেদায়েতুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিভূতির পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।