আগৈলঝাড়ায় ৩ প্রেমিক যুগলসহ ৪ জনের বিষপানে আত্মহত্যার চেষ্টা

আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় তিন প্রেমিক যুগলসহ চারজনের বিষপানে আত্মহত্যার চেষ্টা। মুমুর্ষ অবস্থায় চার জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার উপজেলার বাকাল গ্রামের অর্জুন সরকারের ছেলে আগৈলঝাড়া শহীদ আঃ রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্র বিধান সরকার (১৮) একই এলাকার অমল মিস্ত্রির মেয়ে আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর জেএসসি পরীক্ষার্থী অন্যন্যা মিস্ত্রি (১২)’র সাথে প্রেমের সর্ম্পক চলছিল। মেয়ে অন্যন্যার বাবা ও মা শিখা সরকার মেয়েকে বিধানের সাথে প্রেমের সর্ম্পক না করার জন্য গালমন্দ করে এবং বিধানের বাবা-মাকে ছেলেকে তার মেয়ের সাথে সর্ম্পক না রাখার জন্য শাসিয়ে দেয়। এতে অন্যন্যা অভিমান করে বিষপানে অত্মহত্যার চেষ্টা করে। পরে অন্যন্যার বিষপানে আত্মহত্যার খবর পেয়ে বিধান সরকারও বিষপানে অত্মহত্যার চেষ্টা করে। অন্যদিকে রামশীল গ্রামের বিমল চন্দ্র বাড়ৈর ছেলে আগৈলঝাড়া শহীদ আঃ রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র বিপ্লব বাড়ৈ (১৮) এক মেয়ের সাথে সর্ম্পকের জেরে তার বাবা-মা তাকে গালমন্দ করায় সে অভিমান করে বিষপানে অত্মহত্যার চেষ্টা করে। একই দিন উপজেলার দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের নিরঞ্জন বালার ছেলে প্রিন্স বালা (২৫) পরিবারের সাথে ঝগড়া হলে অভিমান করে বিষপানে অত্মহত্যার চেষ্টা করে। মুমুর্ষ অবস্থায় চারজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।