আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় নবম শ্রেনীর স্কুল ছাত্রীকে অপহরণের দশ দিনেও অপহৃতাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের রহিম ফকিরের মেয়ে ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সাথী আক্তারকে পঞ্চগড় জেলার হাড়িভাষা গ্রামের আহম্মদ আলী খানের ছেলে দিদার খান ৯ ডিসেম্বর সকালে উপজেলার বাশাইল গ্রামের রুবেল ফকির ওরফে বুলেটের সহযোগীতায় সাথীকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা রহিম ফকির বাদী হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করেন। অপহরনের ১০দিন পেরিয়ে গেলেও অপহৃতাকে উদ্ধার করতে পারেনি পুলিশ প্রশাসন। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, আসামীদের গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।