আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় সরকারের খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় ১০টাকার চাল মাপে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে ক্ষমতাসীন দলের এক ডিলারের বিরুদ্ধে। তদারকি কর্মকর্তা জানেন না চাল বিক্রির খবর ! সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদের আওতায় দুস্থ ৮শ ১৮জন কার্ডধারীর জন্য দুই জন ডিলার নিয়োগ করে খাদ্য অধিদপ্তর। এর মধ্যে রাজিহার, রাংতা, রামানন্দেরআঁক, বাটরা ওয়ার্ড ও বাহাদুরপুর ওয়ার্ডের একাংশসহ ৫টি ওয়ার্ডের চার’শ দুস্থ কার্ড ধারীদের জন্য চাল বিক্রির দ্বায়িত্ব পান উপজেলা কৃষকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও রামানন্দেরআঁক গ্রামের বাসিন্দা স্বপন বাড়ৈ। ডিলার স্বপন বাড়ৈর আওতাধীন কার্ডধারী রাজিহার গ্রামের দুস্থ শিখা মধু, গফফার মোল্ল¬াসহ একাধিক চাল ক্রয়কারী অভিযোগে জানান, শুক্রবার তারা ১০টাকা কেজি দরে ৩০কেজি চালের জন্য ৩শ টাকায় চাল ক্রয় করেন। তারা ডিলার থেকে চাল ক্রয় করে অন্যত্র মেপে দেখতে পান ৩০ কেজির স্থলে শিখার ২৬ কেজি, গফফারের ২৭কেজি চাল হয়েছে। মাপে চাল কমের এমন অভিযোগ করেন চাল ক্রয়কারী আরও অনেকেই। তারা বলেন, অধিকাংশ কার্ডধারীররা কমপক্ষে দুই থেকে চার কেজি করে চাল কম দেয়া হয়েছে। মাপে চাল কম দেয়ার সত্যতা স্বীকার করেন ওই গ্রামের বাবুলাল মুন্সীসহ অনেকেই। চাল বিক্রির তদারকির দ্বায়িত্বে থাকা উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. সাইফুদ্দিন চাল বিক্রির সময় অনুপস্থিতি ছিলেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার বলেন, তিনি স্থানীয় আওয়ামীলীগ নেতা কাশী নাথ সরকারের মাধ্যমে ডিলারের চাল কম দেয়ার কথা শুনেছেন। তাৎক্ষনিকভাবে ডিলারকে বিষয়টি জানালে ডিলার স্বপন চাল কম দেয়নি জানিয়ে চেয়ারম্যানকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি আরও জানান, রাজিহার বাজারে বসে চাল বিক্রির জন্য ইউনিয়ন পরিষদে রেজুলেশন থাকলেও কিভাবে অন্য জায়গায় চাল বিক্রি হচ্ছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। চাল বিক্রির তদারকির দ্বায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. সাইফুদ্দিন জানান, চাল বিক্রির কথা তাকে ডিলার জানায়নি। শুক্রবার রামানন্দেরআঁক বিক্রির স্থানে অনুপস্থিত ছিলেন জানিয়ে তিনি আরও বলেন, কোন রকমেই মাপে চাল কম দেয়া যাবে না। তিনি চাল কম দেয়ার রিপোর্ট উর্ধবতন কর্মকর্তার কাছে পেশ করে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বায়িত্বে থাকা শতরূপা তালুকদার বলেন, মাপে কম দেয়া অত্যান্ত দুঃখ জনক। তিনি এখনও এরকম কোন অভিযোগ পাননি। তবে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেলে আইনগতসহ কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। অভিযুক্ত ডিলার স্বপন বাড়ৈ তদারকি কর্মকর্তাকে চাল বিক্রির খবর জানানো হয়নি জানিয়ে বলেন, চেয়ারম্যান ও দলীয় নেতাদের উপস্থিতিতে চাল বিক্রি শুরু করা হয়। শুক্রবার ৯৭জনকে চাল দেয়া হয়েছে। এখানে বসে মেপে দিয়েছি, বাড়িতে বসে মাপে চাল কমের কথা সঠিক নয়।