আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় ১০টাকা কেজি দরে চাল কম দেয়ার অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। ডিলারের বিরুদ্ধে দুস্থরা ক্ষোভ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট সূত্র মতে, সরকারের খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলার ৩নং বাগধা ইউনিয়ন পরিষদের আওতায় নাঘিরপাড় বাজারে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বেলায়েত সরদারের আওতায় ৩শ ৮৩জনকে ও পশ্চিম বাগধা বাজারে রবীন্দ্র নাথ সমদ্দারকে ৩শ ৯৫জন দুস্থদের চাল বিক্রির জন্য ডিলার নিয়োগ করা হয়। সেপ্টেম্বর মাসের চাল বুধবার (৪অক্টোবর) নাঘিরপাড় বাজারে ইউপি চেয়ারম্যান, সদস্য ও তদারকি কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জানের উপস্থিতিতে দেয়া হয়েছে। কার্ডধারী দুস্থ আস্কর গ্রামের ভদ্রকান্ত বিশ্বাসের ছেলে গৌরাঙ্গ বিশ্বাস, ওই গ্রামের হীরা লাল হালদার অভিযোগে জানান, ৩শ টাকায় ১০টাকা কেজি দরে ৩০কেজি চাল ডিলারদের কাছ থেকে নেয়ার পর পাশের দোকানে গিয়ে পুনরায় ওই চাল মেপে দেখতে পান ৩০কেজির স্থলে ২৭কেজি হয়েছে। মাপে ডিলাররা চাল কম দেয়ার এমন অভিযোগ করেন চাল ক্রয়কারী আরও অনেকেই। এ ব্যাপারে বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউনুস মিয়া বলেন, এলাকার অনেক লোকজন তার কাছে ৩০ কেজির স্থলে ২৭কেজি চাল দেয়ার অভিযোগ করেছেন। ডিলার বেলায়েত হোসেন চাল কম দেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি দলের সাথে সম্পৃক্ত। দলের ক্ষতি হোক তা আমি চাই না। যারা চাল কম পাওয়ার কথা বলেছেন তারা মিথ্যা কথা বলেছেন। ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, চাল বিক্রির উদ্বোধনের সময় তিনি জনসমক্ষে চাল কম দেয়া হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। এরপরেও কোন কার্ডধারীদের চাল কম হলে তার জন্য তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) দায়ি থাকবেন। কারণ, তার কাজই হচ্ছে সরকারের নির্দেশ পালন করে দুস্থদের সঠিক মাপে চাল দেয়ার ব্যবস্থা করা। তিনি আরও বলেন, গোডাউন থেকে ওসিএলএসডি ডিলারদের চাল কম দেয়। একারণে ডিলাররা বাঁচতে হয়তো আধা কেজি চাল কম দিতে পারে। এ ব্যাপারে ইউনিয়নের চাল বিক্রির তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) মো. কামরুজ্জামান বলেন, এটা প্রধানমন্ত্রীর কর্মসূচী। এই কর্মসূচীতে চাল কম দেয়ার কোন অভিযোগ পেলে অবশ্যই ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আগৈলঝাড়ায় ১০ টাকার চাল বিতরনে কম দেয়ার অভিযোগ তদারকি দায়িত্ব ট্যাগ অফিসারের-ইউপি চেয়ারম্যান
October 6, 2016