আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর বড় মগড়ার বড়াবাড়ি গ্রামের অনিল বাড়ৈর ছেলে হরেন বাড়ৈ (৫৫) মঙ্গলবার সন্ধ্যার পর পয়সারহাট বন্দর থেকে বাজার করে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের পয়সারহাট ব্রিজের ঢালের পূর্বপাড়ে পৌছলে একটি বাই সাইকেল পিছন থেকে তাকে ধাক্কা দিলে পাশের ড্রেনের উপর ছিটকে পরে যায় হরেন বাড়ৈ। সাইকেল চালক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে আশংকাজনক অবস্থায় ওই রাতেই হরেনকে বরিশল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। শেবাচিম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হরেনকে মৃত ঘোষণা করেন।