আগৈলঝাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
মঙ্গলবার স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করেছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। সকাল ৮টায় সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে সহস্রাধিক জনতার কন্ঠে একত্রে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতির শ্রেষ্ঠসন্তান বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা দেয়া হয়। ১৬ জন শহীদ মুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান করা হয়।

ডিসপ্লে, কুচকাওয়াজ, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ মন্দির গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়।

সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সরকারি শহীদ আব্দুর রব

সেরনিয়াবাত ডিগ্রী কলেজে’র অধ্যক্ষ কমলা রানী বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনিল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ

মোঃ লিটন সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জসীম উদ্দিন সরদার, নবনির্বাচিত উপজেলা ভাইস

চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বিপুল দাস, গোলাম মোস্তফা সরদার ও শফিকুল ইসলাম টিটু প্রমুখ।