আগৈলঝাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ সারা দেশে স্ত্রীরা স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা করলেও বরিশালের আগৈলঝাড়ায় এই প্রথম স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা দায়ের। মামলাটি তদন্তের জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিদের্শ দিয়েছেন আদালত। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের কার্তিক সুতারের ছেলে কমল সুতার প্রেম করে পরিবারের অমতে উজিরপুর উপজেলার পরিমল হালদারের মেয়ে কবিতা হালদারকে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করে। বিয়ের পর কবিতা বিভিন্ন কারনে-অকারনে পিতার বাড়িতে থাকতেন। ওই সময় কবিতার পিতা পরিমল, মাতা শিলা রানী ও ভাই রিপন হালদার কু-পরামর্শ দেয় কবিতাকে। গত ২৬ সেপ্টেম্বর স্ত্রী কবিতাকে আনতে কমল সুতার শশুর বাড়ি যায়। জামাতা কমলকে দেখে শ্যালক রিপন, শাশুরি শিলা রানী অকথ্য ভাষায় গালমন্দ করে এবং খুনের হুমকি দেয়। পরে কবিতার পরিবার থেকে কমলকে জানান কবিতার সাথে সংসার করতে হলে ২ লক্ষ টাকা যৌতুক দিতে হবে। কমল যৌতুক দিতে অস্বীকার করায় স্ত্রী কবিতা সংসার করবে না বলে তাকে ওই বাড়ি থেকে বের করে দেয়। পরে ১০ অক্টোবর উভয় পরিবার কমল সুতারের বাড়িতে এক শালীস-মীমাংসায় বসলে কবিতার পরিবারের দাবীকৃত ২ লক্ষ টাকা যৌতুক দিতে হবে তাদের। এ ঘটনায় কবিতার স্বামী কমল সুতার বাদী হয়ে সোমবার বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে স্ত্রী কবিতাসহ ৪ জনকে আসামী করে যৌতুক মামলা দায়ের করেন। আদালতের বিচারক মো.শিহাবুল ইসলাম মামলাটি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দেয়ার আদেশ দেন।