আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক স্কুল শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের প্রবাসী সেলিম সরদারের ছেলে গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ফয়সাল সরদার (১৩) রোববার বিকেলে একই এলাকার হালিম মারামাতের বাড়ির পাশের জমিতে গেলে হালিমের স্ত্রী শাহানাজ বেগম বাধা দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে শাহানাজ বেগম ঝাড়– দিয়ে শিক্ষার্থী ফয়সালকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে শিক্ষার্থী ফয়সাল সরদারের মা শাহিনা বেগম সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আগৈলঝাড়ায় স্কুল শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন হাসপাতালে ভর্তি
October 3, 2016